মার্কিন ও অস্ট্রেলীয় কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

প্রকাশিত: 10:41 pm, August 11, 2025 | আপডেট: 10:41 pm,

মার্কিন ও অস্ট্রেলীয় কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
মার্কিন ও অস্ট্রেলীয় কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

সোমবার বিকেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপি নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও এনসিপির জুলাই মাসের পদযাত্রায় দেশের বিভিন্ন জেলায় জনগণের সাড়া নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া হাইকমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা কর্মসূচির অংশ হিসেবে তারা এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। কয়েকদিন আগে অনুষ্ঠিত ওই বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *