মার্চ ফর জা‌স্টিস কর্মসূ‌চি‌তে বাংলাদেশ কৃ‌ষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪ | আপডেট: ৩:২৭ পূর্বাহ্ণ,

বাকৃবি প্রতিনিধি:::

কোটা সংস্কার আ‌ন্দোল‌নে আ‌ন্দোলনরত শিক্ষার্থী হত্যা , নিপীড়ন ও গণগ্রেফতার বন্ধ এবং হত্যা কান্ডে জড়িতদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ এবং দ্রুত হল খুলে দেওয়ার মাধ‌্যমে শিক্ষা কার্যক্রম চালুর দা‌বি‌তে মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষকদের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন বাকৃবির শিক্ষকবৃন্দ।

এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তাঁদের হাতে বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। প্লেকার্ডে লেখা ছিলো গণগ্রেফতার বন্ধ কর, মার্চ ফর জাস্টিস, বিচার হতেই হবে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও এবং স্টুডেন্টস ব্লাড ম্যাটার।

উক্ত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয় এবং শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং নিহতদের জন্যে দোয়া করা হয়।

মোবাইল ০১৮১৭৮০২৬৬৪



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *