মিরপুর থানা কৃষক দল কর্তৃক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত


ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মিরপুর থানা কৃষকদল।
আজ শুক্রবার রাজধানী মিরপুরের আমান হাউজিং এলাকায় মিরপুর থানা কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া এবং মাহফিলের মাধ্যমে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

জনসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ শহীদ বলেন – প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী একজন উদার মনের মানুষ। তিনি তার রাজনৈতিক জীবন মানুষের সেবার মাধ্যমে কাটিয়েছেন। যদি বিপদগামী দুষ্কৃতিকারীরা জিয়াউর রহমানকে হত্যা না করতেন তাহলে বাংলাদেশকে তিনি উন্নতির শীর্ষে নিয়ে যেতেন।তার এই শাহাদাৎ বার্ষিকীতে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গভীরভাবে শোক প্রকাশ করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন কামাল, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক ভিপি মোখলেছ,মিরপুর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক পারভেজ গাজী,৭ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সচিব মোঃ হারুন সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য,১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা।