মীরহাজীরবাগে সড়ক ও ফুটপাতে বসে কাঁচাবাজার, নিত্যদিনের যানজটে জনভোগান্তি

শহিদুল ইসলাম জনি: রাজধানীর ধোলাইপাড় এলাকার পশ্চিম মীরহাজীরবাগের মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে একটি অবৈধ কাঁচাবাজার। সড়ক ও ফুটপাতের অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় এলাকাটিতে সারাদিন তীব্র যানজট লেগে থাকে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে সবজি, মাছ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বসিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে করে সড়কের চলাচল সংকুচিত হয়ে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাত দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই। রাস্তার ওপর দিয়েই চলতে হয়। এতে দুর্ঘটনার ভয় সবসময় কাজ করে।
বোরাক পরিবহনের একজন চালক জানান, এই বাজারের কারণে এখানে গাড়ি একদম আটকে যায়। যাত্রী নামানো বা তোলাও কষ্টকর হয়ে পড়ে।
একজন কলেজ ছাত্র বলেন, প্রতিদিন কলেজে যেতে এই রাস্তা ব্যবহার করি। যানজটের কারণে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত অবৈধ বাজার উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার জন্য সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।