মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক


দুলাল সরকার :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার ০৮ এপ্রিল দুপুর দেড়টার সময় উপজেলার বালুয়াকান্দি কাজী পাড়া তাঁর বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মুরাদ কাজী পাড়ার মৃত.ইকরামূল হকের ছেলে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে পরিচালনা করে মুরাদ ও তার স্ত্রীকে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করি। মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান মাদক ব্যবসায়ী মুরাদ এলাকায় মাদক বিক্রি করে দীর্ঘদিন যাবত। এতে যুবসমাজ অন্ধকার পথে চলে যাচ্ছে। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী।