মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িতে হামলার অভিযোগ


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার (১৩ জুন) থানায় অভিযোগ করা হলে ভুক্তভোগী পরিবার জমি দখলে বাঁধা দিলে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগী নারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে শুক্রবার বেলা সারে ১১ টায় সিরাজদিখান থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দীল মোহাম্মদ লালুর স্ত্রী জয়া বেগম(৫৫)। তবে সেখানে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় প্রাণ ভয়ে আছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ থেকে জানা গেছে, সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের দীল মোহাম্মদ লালু ইছাপুরা আরএস ২০৯ নং খতিয়ানের আরএস ১২৯৭ দাগের ইছাপুরা মৌজায় ৭১ শতক পৈতৃক জমিতে ৪.৬৯ শতাংশ দাবীকৃত বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিবাদী কুদ্দুস হাওলাদার,রেখা আক্তার কেয়া, এর সাতে তফসিল বর্নিত সম্পত্তি নিয়া মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে দেওয়ানী মোক্দ্দমা নং- ৯১/২৫ চলমান থাকা অবস্থায় ইছাপুরা গ্রামের কুদ্দুস হাওলাদার,রেখা আক্তার কেয়াসহ ৭/৮ জন জমিটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় দীল মোহাম্মদ লালু আদালতে দেওয়ানি মামলা করেন। মামলা চলমান থাকলেও আজ শুক্রবার আবারও তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ দুটি টিন কাঠের ঘর ভাঙচুর চালায়। পরে টিন কাঠ এনে সেখানে নতুন ঘড় নির্মান শুরু করে। বাধা দিলে আমাকে ও আমার ভাগনীকে মারধর করতে তেড়ে আসে। । এ ঘটনায় জয়া বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত কুদ্দুস হাওলাদারের সাথে কথা বলতে চাইলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।