মেসি একটি গোল করলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি

প্রকাশিত: 1:12 am, May 12, 2025 | আপডেট: 1:12 am,

মেসি একটি গোল করলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি

স্পোর্টস ডেস্কঃ

ইন্টার মায়ামির জন্য এটি ছিল একদম ভুলে যাওয়ার মতো রাত। মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। লিওনেল মেসি একটি গোল করলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। আক্রমণাত্মক ফুটবলের সামনে একেবারেই অসহায় দেখা গেছে ইন্টার মায়ামিকে। প্রথমার্ধেই হোলাগোয়ানে ও অ্যান্থনি মারকানিসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা আশা জাগান লিওনেল মেসি। জর্দি আলবার দারুণ এক পাস থেকে চমৎকার গোল করেন তিনি। ম্যাচের ৬৮তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট একটি আত্মঘাতী গোল করে ইন্টার মায়ামিকে আরো চাপে ফেলেন। তার দুই মিনিট পর রবিন লড প্রতিপক্ষের জালে চতুর্থবার বল পাঠিয়ে ইন্টার মায়ামির সব আশাই শেষ করে দেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *