মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোঃবিজয় নিখোঁজ  

প্রকাশিত: 12:01 pm, November 1, 2025 | আপডেট: 12:01 pm,

মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোঃবিজয় নিখোঁজ  

স্টাফ রিপোর্টার তাওলাদ হোসাইন : পিতা মোঃ আশরাফুল ইসলাম বাবু তার ছেলে মোঃ বিজয়(বয়স ১০ বছর)গত ১৮/১০/২০২৫ ইং তারিখ বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর চেঙ্গাইল রোড বাসা থেকে বালুর মাঠ বাস টার্মিনালে বন্ধুদের সাথে খেলবে বলে বের হয় কিন্তু তারপরে আর বাড়ি ফিরেনি। হারানোর সময় পরনে ছিল থ্রি কোয়াটার প্যান্ট ও গোল গলা সাদা ও বেগুনি রংয়ের চেক গেঞ্জি।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানায় ১৯/১০/২০২৫ ইং একটি জিডি করা হয়েছে যাহার নম্বর ৮৬৫ কিন্তু হারানোর ১৩ দিন পরেও সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জ র‍্যাব ১১ ও ডিবি পুলিশ এখনো কোন সন্ধান পায়নি কিন্তু বিজয়ের মা ও বাবা পাগলের মত হাতে ছবি নিয়ে তার ছেলে বিজয়কে খুঁজছে কিন্তু কোথাও কোন সন্ধান মিলেনি।

 

বিজয়ের মা এসতেমা আক্তার মিডিয়াকে বলেন আমার ছেলে বিজয় আজ ১৩-১৪ দিন হল হারিয়ে গেছে এখনো কোন খোঁজ পাইনি আমরা গরীব মানুষ অত টাকা পয়সা নাই তবে যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান দেয় তাহলে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দিব আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার ০১৭৬৬১৩৪৪৩৭০,০১৮৩৩৯৭৯৭৯৫



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *