যমুনায় আমন্ত্রণ পেয়েছি, তবে বিএনপি বৈঠকে অংশ নেবে কি না তা পরে জানানো হবে- সালাহউদ্দিন


নিউজ ডেস্ক:
চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে আলোচনা করতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথকভাবে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ উপলক্ষে বিএনপি ও জামাতকে যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমন্ত্রণ পেয়েছি, তবে বিএনপি বৈঠকে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।” রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চরমে পৌঁছেছে। এর মধ্যে বৃহস্পতিবার খবর ছড়ায়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান। তবে পরদিন শুক্রবার তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব নিশ্চিত করেন, ড. ইউনূস পদত্যাগ করছেন না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি যদি থাকতে না চান, তাহলে জনগণই বিকল্প খুঁজে নেবে।”