যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 6:11 am, May 3, 2025 | আপডেট: 6:11 am,

যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২মে) জুম্মার নামাজের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের যাত্রাবাড়ির ধলপুর-সায়দাবাদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ বছর ধরে এ ওয়ার্ডে আমরা গ্যাস পাইনা। এতে দেখা দিয়েছে গ্যাসের চরম দুর্ভোগ।

 

বাদল সরদার তার বক্তব্যে বলেন, বাসা বাড়িতে গ্যাস সংকটের কারনে এখন ঝাড়ু নিয়ে গৃহিনীরা রাজপথে নেমে আসার অপেক্ষায় আছে। তাদের দাবি একটাই ‘গ্যাস নাই গ্যাস চাই, পাক করে খেতে চাই’। আগামী বুধবারের মধ্যে গ্যাস সংকট সমস্যার সমাধান না হলে রায়েরবাগ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি।

 

গ্যাস সঙ্কটের কারণে অনেকেই এলপি গ্যাস, কেরোসিন, মাটির চুলা, রাইস কুকারে রান্না করছেন। কেন এমনটি হচ্ছে তিতাস গ্যাস কোম্পানির কাছে জানতে চায় ধলপুরের সাধারন জনগন।

 

এ সময় উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, সাঈদ আহমেদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ দিপু, মোহাম্মদ সিরাজ উদ্দিন, রোকনুজ্জামান, এম এ লিটন, রুহুল আমিন প্রমুখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *