রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
হীমেল কুমার মিত্র:রংপুর বিভাগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ আগস্ট ) শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বিভাগের ৭টি জেলার ৪০জন প্রতিযোগি দু’টি গ্রুপে অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ফজলুল কবির।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রাম জীবন কুন্ডুর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জে.এল ভৌমিক।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ বোসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা শাখার হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি বীরমুক্তিযোদ্ধা উদয় সঙ্কর চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রানতোষ আচার্য্য শিবু, (প্রধান বিচারক) বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কাযনির্বাহী সদস্য রতœা ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী ভবতোষ সরকার বাচ্চু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রো কোতয়ালী থানা শাখার সভাপতি খোকন সরকারসহ অন্যান্য নেকৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে “ক” গ্রুপে ৩জন এবং “খ” গ্রুপের ৩জন চূড়ান্ত প্রতিযোগিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জে.এল ভৌমিক।
এদিকে সাংগঠনিক শৃংখলা, ভাবমূর্তি অক্ষুন্ন্য রাখাসহ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে গতকাল শুক্রবার বাদ আছর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জে.এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রানতোষ আচার্য্য শিবু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সভাপতি শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায় ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক পার্থ বোসসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।