রংপুর বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার :রংপুর বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ( ১৬-১৭) সেপ্টেম্বর শনিবার সকাল থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। বর্তমানে বিভাগের ৮ জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

(১৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য জানান।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২০, নীলফামারীতে ১২, দিনাজপুরে ৭, গাইবান্ধায় ১১, ঠাকুরগাঁওয়ে ৩ এবং রংপুরে ১৮ জনের শরীরে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) বিভাগে আরও ২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, গত তিন দিনে রংপুর ও গাইবান্ধায় বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে হাসপাতালগুলোতে রোগীর খুব বেশি চাপ নেই। গত ৭২ ঘণ্টায় লালমনিরহাটে একজন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ৯ জন, দিনাজপুরে ১৭, লালমনিরহাটে ১৯, কুড়িগ্রামে ৩০, রংপুরে ৩৪ এবং গাইবান্ধায় ৩৫ জন শনাক্ত হয়েছে।

 

উল্লেখ্য, বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ৩৭ জন, দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ২১, নীলফামারীতে ১৯, লালমনিরহাটে ১১, কুড়িগ্রামে ২৩, গাইবান্ধায় ৩৭, ঠাকুরগাঁওয়ে ১৪ এবং পঞ্চগড় জেলায় ৬ জনসহ পুরো বিভাগে মোট ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর ও গাইবান্ধা জেলায় ৩৭ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *