রাঙ্গাবালীতে অভিযান পরিচালনা করে ০৬ জুয়ারীকে সাজা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩ | আপডেট: ৩:০৬ অপরাহ্ণ,

মোঃ জাহাঙ্গীর হোসেন:(পটুয়াখালী) রাঙ্গাবালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এর যৌথ নেতৃত্বে জুয়া খেলার আসর থেকে ৬ জনকে আটক করে তিন দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার গভীর রাতে উপজেলার খালগোড়া বাজারে জুযারিদের আটক করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শালেক মুহিদ এই শাস্তির আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খালগোড়া গ্রামের আমির হোসেনের ছেলে সাইদুর রহমান(৩৮) শহিদুল ইসলামের ছেলে বাইতুল ইসলাম(৩৭), আব্দুল আলী মীরের ছেলে বাবুল মীর(৪৫), মতি মিয়ার ছেলে রেজাউল(৩৫), মৃত আব্দুল মন্নান মীরের ছেলে মাসুদ মীর(৪৮) ও জলিল খা’র ছেলে বেল্লাল খা(৩০)।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালগোড়া বাজারের লঞ্চঘাট এলাকার মদিনা ফিস মৎস্য আড়ৎ-এ অভিযান পরিচালনা করে জুয়ারীদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। এমন অভিযান চলমান থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *