রাজধানীতে যুবদল নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে পদবীবিহীন কথিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ সহযোগী সংগঠনের নেতা শাহীন, যিনি এলাকায় “চুল্লা শাহীন” নামেও পরিচিত, এখন “তালা শাহীন” নামে কুখ্যাত হয়ে উঠেছেন।
স্থানীয়দের অভিযোগ, চাঁদা না দিলে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলিয়ে দেন। একাধিক ক্ষেত্রে নিজের মুখেই তিনি স্বীকার করেছেন— টাকা না দিলে তালা খোলা হবে না।
শাহীনের বিরুদ্ধে দখলদারিত্বসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার সহযোগী ও ক্যাশিয়ার মুসাও ভুক্তভোগীদের নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।