রাজধানীর ধোলাইপাড়ে ২৫৫৬ পিস ইয়াবা সহ দুই নারী গ্রেফতার


মোঃ আনোয়ার হোসেন: রাজধানীর ধোলাইপাড়ে পৃথক অভিযানে ২৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ তামান্না (২৭) ও ফরিদা (৫৩) নামে দুই নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় থেকে তামান্নাকে ও সকালে একই এলাকা থেকে ফরিদা কে গ্রেফতার করা হয়েছে।
শ্যামপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত একটার দিকে শ্যামপুর মডেল থানার উপপরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে থেকে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা সহ তামান্না কে ও সকাল নয়টার দিকে ধোলাইপাড় মোড়ের একটি দোকানের সামনে থেকে আরও এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুই নারী মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।