রাজধানীর ফরিদাবাদে সাংবাদিক মাসুম ইসলাম রাহাতকে হত্যার হুমকি


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ফরিদাবাদ এলাকায় সাংবাদিক মাসুম ইসলাম রাহাতের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
রোববার রাত ১০টার দিকে ফরিদাবাদের আইজিগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ ‘তোতলা জুয়েল’ এবং কিশোর গ্যাং সদস্য জিহাদ দেশি-বিদেশি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক রাহাতের পথরোধ করে। এসময় জিহাদ তার গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে জুয়েলের বাহিনীর আরও কয়েকজন সহযোগীও উপস্থিত ছিল।
এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি। প্রকাশ্যে এ হামলার দৃশ্য অনেকে প্রত্যক্ষ করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মাসুম ইসলাম রাহাত অভিযোগ করে বলেন, জুয়েল ও জিহাদ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা বিএনপি ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করছে। ঘটনার পর গেন্ডারিয়া থানায় একাধিকবার ফোন করেও পুলিশের সাড়া পাইনি।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে গাজীপুরে এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছিল। একইভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলার চেষ্টা চালানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ও সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।