রাজবাড়ীতে থানার সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি


রাজবাড়ী প্রতিনিধি: মোঃ জাহিদুর রহিম মোল্লা: রাজবাড়ীতে প্রকাশ্যে থানার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া মোটরসাইকেলটি দৈনিক ইনকিলাব পত্রিকার রাজবাড়ী জেলা সংবাদদাতা মোঃ নজরুল ইসলামের ব্যবহৃত পালসার (নম্বর: চুয়াডাঙ্গা -ল-১১-০২৪৮)।
জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার সামনে সাংবাদিক নজরুল ইসলাম তার মোটরসাইকেলটি রেখে সংবাদ সংগ্রহের কাজে পাশেই যান। মাত্র ১০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি নেই।
এ বিষয়ে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, সংবাদ সংগ্রহের জন্য থানার সামনে মোটরসাইকেল রেখে পাশে যাই। ফিরে এসে দেখি সেটি নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় সাংবাদিক মহল ঘটনাটিকে চরম নিরাপত্তা হীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন এবং দ্রুত মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন।