রাজবাড়ীতে নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে স্বামী-সন্তানের সংবাদ সম্মেলন


রাজবাড়ী প্রতিনিধি, মোঃ জাহিদুর রহিম মোল্লা: রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ গৃহবধু মোছাঃ রেনু বেগম (৫০)-এর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী ও তিন সন্তান।
সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রেনু বেগমের স্বামী মোঃ বাবলু শেখ, ছেলে লিটন শেখ, মেয়ে বন্যা ও মেঘলা।
স্বামী বাবলু শেখ অভিযোগ করে বলেন, আমার স্ত্রী রেনু বেগম বিভিন্ন সময় বাড়ি থেকে ৮–১০ বার চলে গেছেন আবার ফিরে এসেছেন। কিন্তু এবার দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। স্থানীয় মনোয়ার ও তার সহযোগীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার ভাগ্নিকে অপহরণের ঘটনায় আমরা স্বাক্ষী হওয়ায় মনোয়ার ও তার লোকজন হুমকি দিচ্ছে। ধারণা করছি, তারাই আমার স্ত্রীকে আটকে রেখেছে এবং আমাদের হয়রানি করতে শাশুড়িকে দিয়ে মিথ্যা মামলা করাচ্ছে।
রেনু বেগমের ছেলে লিটন শেখ বলেন, গত ১ জুলাই সকাল ১১টার দিকে মা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। পরে খোঁজ না পেয়ে গত ২৫ আগস্ট বালিয়াকান্দি থানায় একটি জিডি করি। মায়ের নিখোঁজ হওয়ার পর থেকে আমরা চরম দুশ্চিন্তায় আছি। এদিকে মনোয়ারের ভাই শাকিল আমার ভাস্তিকে অপহরণ করেছে, আর সে মামলার স্বাক্ষী হওয়ায় আমাদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে।
মেয়ে বন্যা বলেন, আমার মা মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন। কিন্তু এবার আর ফিরে আসেননি। মাকে খুঁজে না পেয়ে আমি বাবার বাড়িতে এসে থাকতে বাধ্য হচ্ছি। অথচ আমার নানি মরিয়ম বেগম আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমরা শুধু মায়ের নিরাপদ প্রত্যাবর্তন চাই।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার এসআই আকবর হোসেন বলেন, বাবলু শেখ ও লিটন একটি অপহরণ মামলার স্বাক্ষী। তারা নিখোঁজ সংক্রান্ত জিডিও করেছে। পাশাপাশি রেনু বেগমের মা তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্তে সত্যতা বেরিয়ে আসলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।