রাজিবপুর উপজেলা মোহনগঞ্জে মাদকবিরোধী অলোচনা পদসভা অনুষ্ঠিত


জিয়াউর রহমান জিয়া . রাজিবপুর, কুড়িগ্রাম ঃ
মাদকবিরোধী আলোচনা পদসভা অনুষ্ঠিত হয়েছে আজ ২০ জুলাই রোজ রবিবার ১২ ঘন্টিকা সময় রাজিবপুর উপজেলা মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর বাজারে অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা বলা হয় এলাকায় যেখানে মাদক সেবন কারী ও বাবসী সদস্যদের পাবে সেখানেই ধরে পুলিশ দেওয়া হবে।
এতে উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান অফিসার ইনচার্জ ঢুষমারী থানা , মোঃ আজিজুর রহমান মাষ্টার আহবায়ক বি এন পি মোহনগঞ্জ ইউনিয়ন, শাখা, মোঃ রুহুল আমিন সদস্য সচিব বি এন পি মোহনগন্জ শাখা, নয়াচর বনিক সমিতির সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম , মোঃ আতোয়ার হোসেন সদস্য সচিব যুবদল মোহনগঞ্জ ইউনিয়ন শাখা , মোঃ জিয়াউর রহমান জিয়া যুগ্ম আহবায়ক যুবদল মোহনগঞ্জ ইউনিয়ন শাখা , লিটন সরকার নয়াচর হাট ইজারাদার ও ছাত্র দলের জুয়েল সহ অনেকই ।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০