রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 7:18 pm, October 18, 2025 | আপডেট: 7:18 pm,

রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ঢাক–সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে অপরিকল্পিতভাবে জমে থাকা ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ অক্টোবর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মার্কেটের বর্জ্য ফেলে পরিবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। দুর্গন্ধে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে বর্জ্য অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপজেলা প্রশাসনের পূর্বের উদ্যোগ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *