রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ঢাক–সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে অপরিকল্পিতভাবে জমে থাকা ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ অক্টোবর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মার্কেটের বর্জ্য ফেলে পরিবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। দুর্গন্ধে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে বর্জ্য অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপজেলা প্রশাসনের পূর্বের উদ্যোগ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

