রোমে বিশ্ব খাদ্য ফোরামে ড. ইউনুসের ঘোষণা : ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

প্রকাশিত: 9:30 am, October 15, 2025 | আপডেট: 9:30 am,

রোমে বিশ্ব খাদ্য ফোরামে ড. ইউনুসের ঘোষণা : ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ইতালির রোমে সোমবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, এই নির্বাচন হবে ন্যায়বিচার, জনগণের ক্ষমতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সাফল্য তুলে ধরে বলেন, ছোট আয়তনের দেশ হয়েও বাংলাদেশ ১৭ কোটি মানুষকে খাওয়ায় এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তিনি জানান, চাল উৎপাদনে দেশ স্বাবলম্বী হয়েছে, কৃষি যান্ত্রিকীকরণ ও জলবায়ু সহনশীল ধান উদ্ভাবনে বাংলাদেশ বিশ্বের অগ্রগামী অবস্থানে রয়েছে।

 

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ড. ইউনুস ছয় দফা প্রস্তাব দেন—যুদ্ধ বন্ধ, খাদ্য সরবরাহ নিশ্চিত, জলবায়ু অর্থায়ন, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, তরুণ উদ্যোক্তাদের সহায়তা এবং প্রযুক্তি সুবিধা বিস্তারের আহ্বান জানান তিনি।

 

ড. ইউনুস বলেন, “ক্ষুধা কোনো উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক ব্যবস্থার নৈতিক ব্যর্থতা।” তিনি তার ‘তিন-শূন্য বিশ্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—ধারণা তুলে ধরে বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *