শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 6:29 pm, August 26, 2025 | আপডেট: 6:29 pm,

শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আজ সোমবার (২৫ আগস্ট) বাদে মাগরিব নগরীর দেওয়ানহাটস্থ চট্টগ্রাম জেলা কার্যালয়ে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির উদ্যোগে দরস-এ-বেলায়েত মোতলাকা মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিল ছিল সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম, মুর্শিদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.)-এর স্মরণে আয়োজিত।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহাজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (মঃ)।

 

এছাড়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন—

সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া

সহকারী সচিব ডা. মেজবাউল আলম মামুন

দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিম

নির্বাহী সদস্য রফিক সওদাগর

নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস

 

মাহফিলে চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির খাদেমানবৃন্দসহ চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড-মিরশ্বরাই, বোয়ালখালীসহ বিভিন্ন দায়রা ও শাখা থেকে আগত খাদেমানবৃন্দ অংশ নেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *