শুদ্ধাচার পুরস্কার পেলেন নড়াইল জেলার পুলিশ কনস্টবল মোঃ ইমরান হোসেন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩ | আপডেট: ৪:২৫ অপরাহ্ণ,

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত কর্তব্য পালনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২১- ২০২২ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নড়াইল জেলার পুলিশ কনস্টবল মোঃ ইমরান হোসেন।

 

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অপরাহ্নে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পক্ষ থেকে খুলনার রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মহোদয় কনস্টবল মোঃ ইমরান হোসেনের হাতে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ সম্মাননা স্মারক তুলে দেন।

 

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইমরান হোসেন বলেন, সকলের নিকট দোয়া চাই যেন সর্বদা দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য সম্পাদন করতে পারি। এই পুরস্কার আমার আগামী দিনের অনুপ্রেরণা। তিনি আরো বলেন, এই পুরস্কার আমাকে ভালো কাজে আরও বেশি উৎসাহ দেবে এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে শক্তি জোগাবে।

 

উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ; নওরোজ হোসেন তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা; জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ; মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ এবং মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *