শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু

প্রকাশিত: 11:23 pm, September 13, 2025 | আপডেট: 11:23 pm,

শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু
শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “শুধু বাংলাদেশ নয়, সমগ্র উপমহাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অচল। যারা এ পদ্ধতি চালু করতে চায়, তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এরা বাংলাদেশকে সিরিয়া কিংবা আফগানিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

বর্তমান সরকারের অধীনেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে বুলু আরও বলেন, “এই দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত অতীতের সব নির্বাচনই ছিল নিরপেক্ষ। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে।”

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে কেন্দ্রীয় ড্যাব নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে প্রায় এক হাজার অসহায় রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *