শ্যামপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে পথশিশু ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ


মো. হা-মীম : রাজধানীর শ্যামপুরে দেশের শীর্ষস্থানীয় পাঠক সমাদৃত সংবাদপত্র জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৬তম বর্ষে পদার্পণ ও রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ মার্চ) রোববার সন্ধ্যায় শ্যামপুর থানা প্রেসক্লাবের হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।
পাঠক নন্দিত জাতীয় দৈনিক যুগান্তরের সিটি প্রতিবেদক মো. হা-মীম এর সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, ট্রাফিক পুলিশের জুরাইন জোনের ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম, পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাজেদুল কবির, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার রিপোর্টার জহিরুল ইসলাম পিলু, চ্যানেল এস এর সিটি রিপোর্টার শফিক চৌধুরী, শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির সিটি রিপোর্টার মোঃ মনির হোসেন, শ্যামপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মো. সুজন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিসুর রহমান হৃদয়, জুরাইন প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও জনপ্রিয় নিউজ পোর্টাল গ্লোবাল নিউজের স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, মফস্বল বার্তার প্রতিবেদক আসাদুল শেখ , দৈনিক অগ্নিশিখার সিরাজুল ইসলাম, দৈনিক আলোর জগৎ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম, রাজধানী টিভির প্রতিনিধি মো. বাদল শেখ, অনলাইন প্রোর্টাল স্বাধীন বার্তার সম্পাদক মো.তরিকুল ইসলাম তারেক, দৈনিক আজকালের কন্ঠ’র সাংবাদিক মোহাম্মদ মুসা, ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম খান, হাসিবুল ইসলাম হাসিব, ফেরদাউস সহ প্রমূখ।
মোনাজাতে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালক সহ তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
মোনাজাত শেষে পথশিশু ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।