সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, ছাত্র-জনতার হত্যার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। তিনি আবরার ফাহাদের হত্যার উদাহরণ তুলে ধরে বলেন, শত শত বিরোধী দলের কর্মীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও সাত বছরের বেশি সময় বিনা অপরাধে কারাভোগ করতে হয়েছে।
৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই স্বাধীনতা অর্থবহ করতে হলে স্বৈরাচারী শাসন কাঠামোর পরিবর্তন জরুরি। তবে সতর্ক থাকতে হবে যেন এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ আবার আরেক ফ্যাসিবাদের হাতে না পড়ে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিমান দুর্ঘটনার দিনে দেশ শোক পালন করছিল, তখনই ছাত্র আন্দোলনের নামে হাসিনার লোকজন সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফের যদি স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে, তবে গণতন্ত্র বিপন্ন হবে। তাই রাষ্ট্র কাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় দেশের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।