সদরঘাটে যৌথ বাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, তিন দুষ্কৃতকারী গ্রেফতার

প্রকাশিত: 8:27 pm, November 18, 2025 | আপডেট: 8:27 pm,

সদরঘাটে যৌথ বাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, তিন দুষ্কৃতকারী গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপের আওতাধীন ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর একজন মেজরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় মো. জিহাদ (১৯), মনির (৫০) এবং আরও একজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী সহ মোট তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সদরঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল লুকিয়ে রাখা হয়েছিল এবং রাতের যেকোনো সময় বিভিন্ন স্থানে বিস্ফোরণের পরিকল্পনা ছিল।

 

নৌ পুলিশের সহযোগিতায় বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে। পরে গ্রেফতারকৃতদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫ বীরের গোয়েন্দা টিম পুরো এলাকা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং সদরঘাট আর্মি ক্যাম্পে একটি কুইক রেসপন্স ফোর্স (QRF) দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

 

ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *