সন্ত্রাসী সুমনের হাতে সাংবাদিক রিয়া হেনস্থা”


জাকিয়া হোসেন : ২ এপ্রিল ২০২৫ শুক্রবার রাত ৯ টায় হাতিরঝিলে রিতা আক্তার রিয়া তার সারে ৪ বছরের কন্যা সন্তান সাদিয়াকে নিয়ে বিকেলে বেড়াতে গেলে তার প্রাক্তন স্বামী সুমন অনৈতিক ভাবে এলোপাথাড়ি মারধর করে।
জানা যায়, বনশ্রী নিবাসী ওবায়দুল হকের ছেলে সুমনের প্রথম স্ত্রী পুরান ঢাকার মেয়ে সাংবাদিক, রিতা আক্তার রিয়ার বিনা অনুমতি বিক্রমপুরের শিল্পী নামের এক বিবাহিত মহিলার সাথে পরকীয়ার মাধ্যমে নিকাহ করে।
যার পরিপ্রেক্ষিতে রিতা আক্তার রিয়া তার স্বামীকে বিনা মোহরানায় তালাক প্রদান করে।
দ্বিতীয় স্ত্রীর সহিত ঘরসংসার করাকালে দ্বিতীয় স্ত্রী শিল্পী দুবাই চলে যায়। ফলে সুমন প্রথম স্ত্রী রিয়াকে আবার ফেরত পেতে মরিয়া হয়ে উঠে।
২ এপ্রিল ২০২৫ শুক্রবার রাত ৯ টায় রিতা আক্তার রিয়া তার সারে ৪ বছরের কন্যা সন্তান সাদিয়া ও সাদিয়ার ফুপি নাবিলাকে নিয়ে বিকেল ৫ টায় বেড়াতে গেলে হাতিরঝিলে ১ নং ব্রীজের উপর তার প্রাক্তন স্বামী সন্ত্রাস সুমন রিয়াকে অনৈতিক ভাবে নীজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোড় করে,
বিষয়টি তাৎক্ষণিক হাতিরঝিল থানায় অবগত করিলে হাতিরঝিল থানার ওসি, একটি অভিযোগ গ্রহণ করেন ও চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দেন, এবং আইনগত ব্যবস্থা নিবেন বলে ভিকটিমকে আস্বস্ত করেন।
রিয়া তার সাথে ঘরসংসার করতে অস্বীকার করিলে তাকে এলোপাথাড়ি মারধর করে এবং তার বুক থেকে সারে ৪ বছরের কন্যা শিশুকে কেড়ে নিয়ে যায়, এবং যাওয়ার সময় রিয়াকে জীবন নাশের হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় সাংবাদিক রিয়াকে স্থানীয় জনগণ ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসা রত অবস্থায় আছে।