সমস্যা সমাধানে জাতীয় সংলাপের আহ্বান ড. কামালের
অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে যৌক্তিক সময় প্রদানের জন্য রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিল অধিবেশনে ড. কামাল হোসেন এই আহ্বান জানান। এ সময় সবার মধ্যে যে জাতীয় ঐক্যমত গড়ে উঠেছে, তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন’- মন্তব্য করেন ড কামাল বলেন, একইসঙ্গে বিরাজমান সব সমস্যা সমাধানের জন্য গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বন্দীদশা থেকে জনগণ নতুন করে মুক্তিলাভ করেছে। ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে যে, এই দেশ কোনো স্বৈরশাসকের নয়, এ দেশ জনগণের।