সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে -সেনা সদর


নিউজ ডেস্কঃ
সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।
সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই। তারা উল্লেখ করেছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে । সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত এই ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা বলেন, “সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়”। তিনি আরও বলেন, “সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি” ।
এছাড়া, করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই দেশ আমাদের সবার। এই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। দেশকে ভালো রাখতে সবাইকে কাজ করতে হবে” । সেনাসদরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে এবং ভবিষ্যতেও এই সমন্বয় বজায় থাকবে ।