সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও ডেমরা থানার ওসির প্রত‍্যাহার চেয়ে মানববন্ধন 

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | আপডেট: ৩:২৭ অপরাহ্ণ,

শাহ মোয়াজ্জেম

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর উপর হামলার প্রতিবাদে, হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও ডেমরা থানার ওসিকে প্রত‍্যাহার এর দাবিতে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানব বন্ধনে বক্তারা বলেন, রাজধানীর ডেমরা থানাধীন নাজাত মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তারের তথ‍্যানুসন্ধানে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেন অভিযুক্ত ডা. কামরুজ্জান ও তার পালিত সান্ত্রাসী বাহিনী। এ সময় কামরুজ্জামানের বাহিনী সাংবাদিকদের ব‍্যাপক মারধোর করেন এবং সাংবাদিকদের ক‍্যামেরা নিয়ে যান। এ বিষয়ে ডেমরা থানায় অভিযোগ করতে গেলে থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান থানায় অভিযোগ না নিয়ে উল্টো সাংবাদিকদের সাথে খুবই অসৌজন‍্যমূলক আচরন করেন এবং ডেমরা থানার এস আই সাইমুম ঘটনাস্থলে এসে ভুয়া ডাক্তার ও তার সন্ত্রাসী বাহিনীকে থানায় না নিয়ে উল্টো ২ জন সাংবাদিককে থানায় নিয়ে ৫ ঘন্টা আটকে রাখেন। এ সময় সাংবাদিকদের ক‍্যামেরায় থাকা ভুয়া ডাক্তারের বিভিন্ন সংগ্রহ করা গুরুত্বপূর্ণ তথ‍্য ও ভিডিও ডিলিট করে দেন। আটকে রাখা ২ সাংবাদিকের কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করে। তা না হলে চাদাবাজির মামলা দিয়ে জেল হাজতের ভয় ভীতি দেখান। মানব বন্ধনে বক্তারা আরো বলেন, মোঃ কামরুজ্জামান বিএমডিসির একটি রেজিস্ট্রেশন নম্বর ব‍্যবহার করেন যার নম্বর -১৪৪১৭। ঐ রেজিষ্ট্রেশন নম্বরে গুগলের সার্চ দিলে দেখা যায় এই নম্বরটি এস এম আফতাব ই আলম নামে এক ডাক্তারের। মানব বন্ধন থেকে ভুয়া ডাক্তার কামরুজ্জামান ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও ডেমরা থানার ওসি ও এস আই সাইমুমের প্রত‍্যাহার দাবি করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *