সাঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর তার বক্তব্যে বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তিনি নির্বাচন সংক্রান্ত তথ্য সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যৎ করণীয় ও প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।