সাবেক সিইসি নূরুল হুদা আটক

প্রকাশিত: 5:54 am, June 23, 2025 | আপডেট: 5:54 am,

সাবেক সিইসি নূরুল হুদা আটক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ বলছে, কিছু লোক তাঁর বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।

 

এর আগে আজ দুপুরে শেরে-বাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নূরুল হুদার বাসায় দলবেঁধে হামলার ঘটনা ঘটল।

 

কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একদল ব্যক্তি ‘মব’ সৃষ্টি করে কে এম নূরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুড়ে মারাসহ তাঁকে নানাভাবে হেনস্তা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *