সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা: নোয়াখালীতে ২ হাজার ৮০০ শিক্ষার্থীর উৎসবমুখর অংশগ্রহণ

প্রকাশিত: 11:02 am, November 17, 2025 | আপডেট: 11:02 am,

সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা: নোয়াখালীতে ২ হাজার ৮০০ শিক্ষার্থীর উৎসবমুখর অংশগ্রহণ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের :  শনিবার ( ১৫ নভেম্বর ) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং সারাদেশে একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। একই সময়, একই প্রশ্নপত্রে কেজি/নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

 

নোয়াখালী জেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রায় ২ হাজার ৮শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্রোতে মুখরিত ছিল প্রতিটি কেন্দ্র।

 

পরীক্ষা চলাকালে বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির উপদেষ্টা মো. খায়রুল বাশার, সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সেনবাগ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকের হোসেনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল। অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে।

 

সারাদেশের মতো নোয়াখালী জেলাও বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *