সারা দেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৮১২ জন
 
									
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার):
রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৮১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১,২৮৭ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫২৫ জন রয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা জব্দ করেছে।
পুলিশ জানায়, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ অভিযান সারাদেশে চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
 
														