সিদ্ধিরগঞ্জে জাকের পার্টির জনসভা ও দোয়া মাহফিল শেষে বিশাল র্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : তাওলাদ হোসাইন: নারায়ণগঞ্জ মহানগরের ৬নং ওয়ার্ড জাকের পার্টির উদ্যোগে এক জনসভা, দোয়া ও মোনাজাত এবং পরবর্তী সময়ে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তোফা আমির ফয়সাল মুজাদ্দেদি ছাহেবের নির্দেশে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন নাসিক ৬নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি ইউসুফ মহাজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাওসার আহমেদ চাঁদপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শহীদ হাসান, সোনারগাঁও থানা কমিটির সভাপতি আব্দুস সালাম, মহানগর সদর থানার সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকনসহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তব্যে প্রধান অতিথি মুফতি মাওলানা কাওসার আহমেদ চাঁদপুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকে জনগণের ভোট চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে আমরা সরকারের কাছে অনলাইনে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।”
জনসভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ শেষে একটি বিশাল র্যালি বের করা হয়।

