সিদ্ধিরগঞ্জে বাড়ীঘর- জমিজমা উচ্ছেদ করে রেললাইন নির্মানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা


সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ডের শত শত বাড়ীওয়ালা ও জমির মালিক রাজপথে নেমে এসেছে। সকল ভুক্তভোগী সাধারণ নাগরিকদের একটি স্লোগান বাড়ি বাঁচাও জমি বাঁচাও। আমাদের বাপ দাদার বেটা আমরা হারাতে চাইনা। তারা গত শুক্রবার বাদ জুম্মা বাড়ীঘর ও জমিজমা উচ্ছেদ করে রেললাইন ও বিশ্বরোড নির্মানের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ডের সরকারি তাতখানা প্রাইমারী স্কুলের সামনে সড়কে ভুক্তভোগী সাধারণ নাগরিকরা মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে। জুম্মার নামাজের পরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় সকল ভুক্তভোগী গ্রামবাসী প্রতিবাদ সভায় কষ্টে ফেটে ওঠে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ গাজী সেলিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, সৈয়দ পাড়া রিয়াজুল রিয়াজুল জান্নাহ মসজিদের ওমর ফারুক উজ্জ্বল, সৈয়দ পাড়া জামে মসজিদের আবুল কালাম আজাদ সৈয়দপাড়া জামে মসজিদের আওলাদ হোসেন, সৈয়দ পাড়া চাইল্ড হোম কিন্ডার গার্ডেন এর পরিচালক মিয়া মুহাম্মদ আবদুল্লাহ মুজিব, সৈয়দ পাড়া খন্দকার ভিলার কালাম আজাদ খন্দকার, সৈয়দ পাড়ার মুদি ব্যবসায়ী সফি আহমেদ, সৈয়দ পাড়ার আইডিয়াল কম্পিউটারের পরিচালক কামরুল হাসান, সৈয়দ পাড়ার তরুণ ব্যবসায়ী হানিফ গাজী, শাকিল আহমেদ, সৈয়দ পাড়ার বাড়িওয়াল আউয়াল মিয়া, ভূইয়াপাড়া এলাকার বাড়িওয়ালা আক্তার হোসেন হোসেন, হোসেন মিয়া, আব্দুল আজিজ, শরীফ মিয়া, শান্তিনগর এলাকার মুসলিম মিয়া, ইকবাল হোসেন, খোকন মিয়া, তাৎক্ষণা এলাকার নূরে আলম ফয়সাল, শাহাবুদ্দিন আহমেদ সহ গোদনাইল সৈয়দপাড়া, শান্তিনগর, ভুইয়াপাড়া, ইসলাম বাগ, মধুগড় এলাকার শত শত বাড়ীওয়ালা ও ভুক্তভোগী তাদের বাপ দাদার পৈত্রিক বসতবাড়ি উচ্ছেদ না-করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। এসময় বক্তারা বলেন আমরা আমাদের মহল্লার উপর দিয়ে রেললাইন নির্মান ও হাইওয়ে সড়ক চাই না। আপনার অন্যকোন খালি জায়গা দিয়ে রেললাইন ও হাইওয়ে সড়ক নির্মান করুন। আমাদের বাপ-দাদার পত্রিক ভিটাবাড়ি উচ্ছেদ হোক আমরা গ্রাম থেকে চলে যাই এটা চাই না। মানববন্ধন কর্মসূচি তে বিভিন্ন গ্রাম/ মহল্লার শত শত বাড়ীওয়ালা ও জমির মালিক ভুক্তভোগী মানববন্ধন কর্মসূচি তে অংশ গ্রহন করে। তাদের একটি কথা ও স্লোগান হলো বাড়ি বাঁচাও জমি বাঁচাও। আমরা রেললাইন চাই না বিশ্বরোড চাইনা। তারা আরো বলেন আমরা প্রয়োজনে ফাইল করে জেলা ডিসি অফিসে জমা দিবো। এছাড়াও আগামী তে দরকার হলে আরও কর্মসুচির ডাক দেওয়া হবে।