সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ — প্রধান অভিযুক্ত শফিকসহ দুজন গ্রেফতার

প্রকাশিত: 11:24 am, November 11, 2025 | আপডেট: 11:24 am,

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ — প্রধান অভিযুক্ত শফিকসহ দুজন গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত শফিক (২৪) ও সহযোগী রাশেদ (২২)-কে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাত ৮টার দিকে র‌্যাবের সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক, হত্যা ও আলোচিত অপরাধীদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অভিযানে তাদের গোয়েন্দা নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার সম্ভব হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মায়ের কাছে আসামিদের প্রায় ৪ লাখ টাকা পাওনা ছিল। পাওনা পরিশোধের পর আসামিরা একটি স্ট্যাম্প ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। পরে ৭ নভেম্বর সকালে তারা ভিকটিমকে ফোন করে জানায়, স্ট্যাম্পটি ফেরত দেওয়া হবে এবং এজন্য সাইনবোর্ড এলাকায় যেতে বলে। সরল বিশ্বাসে ভিকটিম সেখানে গেলে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং পরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় ফাঁকা স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে র‌্যাবের তৎপরতায় ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *