সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 10:29 pm, July 17, 2025 | আপডেট: 10:29 pm,

সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অভিষেক দাস-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ,সন্ত্রাস দমনে,অবৈধ যানবাহন ও যানজট নিরসন,অবৈধ ড্রেজিং বন্ধ করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান, ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন মিঞা,রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ^জিৎ ঘোষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জন প্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার। সভা শেষে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন সভাপতি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *