সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর, জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত: 11:47 am, October 13, 2025 | আপডেট: 11:47 am,

সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর, জায়গা দখলের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দধূল এলাকায়।

 

ভুক্তভোগী রিনা বেগম (৫০) জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে মুন্সীগঞ্জ আদালতে পিটিশন মামলা নং ৫৭৫/২০২৫, ধারা ফৌঃকা বিঃ ১৪৫ অনুযায়ী মামলা চলমান রয়েছে। এর মধ্যেই স্থানীয় প্রভাবশালী বাদল সারেং, পাভেল, রুবেল সারেং, পলাশ সারেং ও রাজিবসহ ১৫-২০ জন লোক গত রবিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।

 

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে এমন ন্যাক্কারজনক ঘটনা আইন ও প্রশাসনের প্রতি চরম অবমাননা। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

 

অভিযুক্ত বাদল সারেং অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জমি আমাদের মালিকানাধীন।”

 

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর জানান, “অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *