সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর, জায়গা দখলের অভিযোগ


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দধূল এলাকায়।
ভুক্তভোগী রিনা বেগম (৫০) জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে মুন্সীগঞ্জ আদালতে পিটিশন মামলা নং ৫৭৫/২০২৫, ধারা ফৌঃকা বিঃ ১৪৫ অনুযায়ী মামলা চলমান রয়েছে। এর মধ্যেই স্থানীয় প্রভাবশালী বাদল সারেং, পাভেল, রুবেল সারেং, পলাশ সারেং ও রাজিবসহ ১৫-২০ জন লোক গত রবিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে এমন ন্যাক্কারজনক ঘটনা আইন ও প্রশাসনের প্রতি চরম অবমাননা। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযুক্ত বাদল সারেং অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জমি আমাদের মালিকানাধীন।”
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর জানান, “অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে