সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: 9:11 pm, December 9, 2023 | আপডেট: 9:11 pm,

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

লতা মন্সিডল-রাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ‘ উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ” এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্তরে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সাব্বির আহম্মেদ।

পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সড়কের র‌্যালী মাধ্যমে কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন ধরনের লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধনকারীরা। র‌্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ। দুর্নীতিবিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিরাজদিখান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ,কোলা ইউপি চেয়ারম্যাস এএইচ সাইফুল ইসলাম মিন্টু, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ডাঃ এ কে এম সাইফুল হক বক্তব্য রাখেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *