সিরাজদিখানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত


দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য সিরাজদিখান যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ দুপুর সারে ১২টায়, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভায়, যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
এতে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে । উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা দীপক শর্মা, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক, সাথী সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক লতা মন্ডল,রতœা হালদার,নয়ন রোজারিও প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জানান, দেশে নতুন করে সাজাতে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই অগ্রযাত্রায় দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। পাশাপাশি মাদক ও জঙ্গীবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন বলে সবাইকে সচেতন থাকতে হবে বলে আহবান জানান বক্তারা।