সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন টেটাবিদ্ধ

প্রকাশিত: 4:57 pm, January 2, 2026 | আপডেট: 4:57 pm,

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন টেটাবিদ্ধ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রিিতপক্ষের হামলায় মোঃ নাসির শেখ (৩৪) নামে এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাসির শেখ মধুপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিশও হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেটা ও লাঠিসোঁটা নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এতে তিনি টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইছাপুরায় নিয়ে যান।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডাঃ ফারহানা ইয়াসমিন বলেন, টেটাবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। তার একটি হাত ভাঙা এবং অপর হাত গুরুতর অবস্থায় রয়েছে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় এখানে টেটা খোলা সম্ভব নয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেফার করা হয়েছে।

 

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, একজন ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *