সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ পলিত

প্রকাশিত: 10:10 pm, August 18, 2025 | আপডেট: 10:10 pm,

সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ পলিত

 

দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস অফিসার সেলীম রেজার সভাপতিত্বে ও ফরিদ আহম্মেদ বাধন এবং মোঃ সিয়ামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, কামরুনেচ্ছা লিজা,ইব্রাহিম ভূইয়া ,উদ্যোক্তা শ্যামলী আক্তার প্রমুখ।

 

উক্ত সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *