সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: 4:45 pm, August 11, 2025 | আপডেট: 4:45 pm,

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসা. লাবনী বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ আলাল দেওয়ান, তাছলিমা বেগম, রাশেদা বেগম ও মোঃ আমজাদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

 

রবিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের সুজানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত লাবনী বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু তাহের দেওয়ানের স্ত্রী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে লাবনী বেগম নিজের বাড়িতে গাছ লাগাতে গেলে অভিযুক্তরা মিথ্যা অজুহাতে ঝগড়ার সূত্রপাত করে। একপর্যায়ে মোঃ আমজাদ তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরে অভিযোগ দায়েরের পর বাড়িতে ফেরার পথে আলাল দেওয়ান, তাছলিমা বেগম, রাশেদা বেগম ও মোঃ আমজাদসহ আরও কয়েকজন লাবনী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

 

স্থানীয়রা লাবনীর বড় ভাই সোহেল শেখের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত লাবনী বেগম বলেন, “স্বামী প্রবাসে থাকার সুযোগে তারা প্রায়ই আমাকে মারধর করে। প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়।”

 

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই রোজীনা খাতুন জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *