সিরাজদিখানে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 9:36 am, October 15, 2025 | আপডেট: 9:36 am,

সিরাজদিখানে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবব্রত দাস দেবু : রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৪ অক্টোবর) বিকেলে বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, প্রধান অতিথি ছিলেন মো. মমিন আলী, সাবেক সভাপতি, শ্রীনগর উপজেলা বিএনপি।

 

বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বেগম খালেদা জিয়া আজও জনগণের অধিকার আদায়ের প্রতীক।

 

পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *