সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলা উপভোগ করেন কয়েকশ ক্রীড়ানুরাগী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। সভাপতিত্ব করেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দি মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিক শেখসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় মানিক মিয়া শারীক একাদশ, মুন্সীগঞ্জ চ্যাম্পিয়ন হয় এবং পুরস্কার হিসেবে একটি সিঙ্গার ৫৬ ইঞ্চি স্মার্ট টিভি পায়। রানারআপ শহীদ মোস্তাফা জামান সমুদ্রকাল একাদশ, মধ্যপাড়া ২০ কেজি ওজনের একটি খাসি পুরস্কার হিসেবে গ্রহণ করে।
বয়রাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়।