সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: 5:33 pm, August 31, 2025 | আপডেট: 5:33 pm,

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সিরাজদিখান কোলা ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠে কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ২-০ গোলে নওপাড়া আবাবীল সমিতি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিরাজদিখান আবিরপাড়া একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্যভাবে অমিমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্র। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।

 

ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্য়দ কমিটির সভাপতি মোঃ ফারুক উল আলমের সভাপতিত্বে ও মোঃ মহসিন ঢালীর সঞ্চালনায় এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *