সিরাজদিখানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 11:20 am, October 11, 2025 | আপডেট: 11:20 am,

সিরাজদিখানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া দেওয়ান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।

 

সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাহিদ মাছুম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে চরপানিয়া দেওয়ান মার্কেটের মন্নাফের দোকানের সামনে অবস্থান করছিলেন।

 

পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *