সুনামগঞ্জ সীমান্তে স্টিল বডি নৌকাসহ ৩৪টি ভারতীয় গরু আটক


স্টাফ রিপোর্টার: মোঃ আরিফুল ইসলাম মুরাদ: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে স্টিল বডি নৌকাসহ ৩৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোররাতে (০২ আগস্ট ২০২৫) তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় অভিযান চালানো হয়। বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৯২/৩-এস হতে প্রায় ৫০০ গজ ভেতরে একটি স্টিল বডি নৌকা ও ১৮টি ভারতীয় গরু উদ্ধার করেন। এসবের আনুমানিক সিজার মূল্য ২০,৪০,০০০ টাকা।
অপরদিকে, একইদিন ভোরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকায় বাঁশতলা বিওপি কর্তৃক আরও ১৪টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য ৯,৮০,০০০ টাকা।
সর্বমোট সিজার মূল্য দাঁড়ায় ৩০,২০,০০০ (ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটক গরু ও নৌকা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”